গঙ্গাজলে গঙ্গাপুজো
করতে তোমার বাধে?
এক কবিতা লিখেই ফেলো
দিন যাপনের সাধে।
যে আলোটা অনেক হয়ে
ছড়িয়েছিল দেশে-
আজকে তাকেই হারিয়ে খুঁজি
কোন সে নিরুদ্দেশে!
সেই কথারা সেই সুরেরা
সেই সে ভীষণ আলো,
আজ আঁধারে তোমরা ফিরে
“তীব্র দহন জ্বালো”।
সব দেখেছি সব সয়েছি
সব ভোলানোর ছলে,
মনকে তবু প্রশ্ন করি
বিবেকটা কি বলে!
এই পড়েছি? এই শিখেছি?
এই কি আমার ভাষা?
এই কি আমার সাধের দেশ
যা আবেগ দিয়ে ঠাসা?
চলতে চলতে সব ভুলেছি
মানুষ কাকে বলে!
কোন নিয়মে ধর্ম সবার
ঘাড় ধরে পথ চলে!
মরেও তুমি বেঁচেই গেছ
নইলে এদিন খানি
পথের ধুলোয় কাদায় জলে
আনতো তোমায় টানি!
তারচে যদি ফিরতে পারো
অন্য রকম বেশে,
অন্য কোনো অলৌকিকে
অন্য আলোর রেশে,
তবেই ফিরো কল্কি হয়ে
ভাঙতে সকল বাঁধ-
তোমায় ডেকে তোমায় ভেবে
এইটুকু মোর সাধ।
©️সংরক্ষিত
No comments:
Post a Comment