আবার আকাশ নীল দোয়াতে সাদা তুলোর ভিড়,
কাশফুলেরা বিছিয়ে আছে সাজিয়ে নদীর তীর ,
আবার কোথাও পদ্মগুলোর রং ধরেছে লাল,
আসছে ঢাকি, ঐ ধরেছে বাদ্যি -- পুজোর তাল।
আবার বছর পার করে আজ মা আসছেন ঘরে,
আবার সেজে উঠবে জগৎ অনেকদিনের পরে।
বান ভাসিয়ে প্রাণ হাসিয়ে উঠতে হবে মেতে,
VCA তাই উঠলো জেগে নতুন আনন্দেতে।