Wednesday 9 November 2011

জেগে থাকো


রাতের কাজ শেষ
আকাশ ভোরবেলা হাত ধুয়ে জল ছড়িয়েছে উঠোনের ঘাসে
রাতজাগা কুকুরগুলো কুঁকড়ে শুয়ে পড়েছে একে অপরের গা ঘেঁষে
বহুদূরে কারো ঘরে রেডিওতে ভৈরবী বাজছে
ও বাড়ির ছেলেটা অফিস করে বাড়ি ঢুকলো এইমাত্র
সদ্য ঝরে যাওয়া কামিনী ফুলেরা বিছিয়ে আছে পুকুরের পাড় ধরে
এখনো জাগেনি সকাল
কিন্তু তুমি জেগে থাকো অনির্বান
শীতের ওম জড়িয়ে আমার পাশে...