Showing posts with label Recent Events. Show all posts
Showing posts with label Recent Events. Show all posts

Thursday, 4 November 2021

কালী

শ্যামলা মেয়েটা হেঁটে যাচ্ছে,
ছিন্ন শরীর চারিদিকে,
আঁধার অস্থিরতার,
রক্তাভ রাত আজ ফিকে

পাগলিনী আলুথালু বেশে,
খসছে ছিন্ন বস্ত্র তার,
এলো চুলে সিঁদুরের রেখা
মিশেছে শ্মশান ঘর বার
দাউ দাউ আগুনের শিখা
জ্বালিয়ে দিয়েছে গ্রামগুলো
লেলিহান রক্তাভ আঁচে
ধিক ধিক কাটা আঙ্গুলও

পুড়িয়েছে যারা চারিদিক,
হত্যা করেছে জনে জনে,
তাদেরই মধ্যে একজন
লুকিয়ে ছিল কোনোখানে
পাগলিনী দেখতে পেয়েই
ছুটে গেল তার দিকে ধেয়ে
হাতে তুলে নিল হাঁসদা
আঁধার আকাশ-পটে মেয়ে

পাগলিনী উন্মাদনায়
হেসেই উঠছে খালি খালি
ঘর স্বামী সন্তান হারা
বিবস্ত্রা দেবী যেন কালী

©️ টিটান মুখুজ্যে

Thursday, 5 November 2015

রেসিপি

অনেকদিনের পুষে রাখা রাগ এক চামচ
না পাওয়া যন্ত্রণা সম পরিমানে
দু-এক টুকরো তাচ্ছিল্য
বড় এক চামচ ছোঁয়াচে কানাকানি
আর একটু স্রোতে গা ভাসানো আনন্দ
তোমার অসহনীয়তার কাপ রেডি