সম্পর্ক কেমন যেন কাঁচের বাসনের মত
ঠুনকো, অস্থায়ী বড়
হালকা হাওয়ায় বা আঙুলের আলতো চাপে ভঙ্গুর
সময়ের সমীকরণে বদলে বদলে যায়
এদিকের ঘুঁটি ওদিকের হাতের বাধ্য হয়
মাত্সর্য বিষে জ্বলে যায় মনের শরীর
গর্জে ওঠা হুঙ্কারে ঢাকে অবচেতনের কান্না
প্রতিবাদে প্রতিরোধে মুহূর্তে চুরমার
জেগে ওঠা ব্যথা ধীরে শীতলের পথ ধরে
স্মৃতি ফিরে আসে তারপর
থেকে থেকে ডাক দিয়ে যায়
বিদায়ী সময় চায় একটু আবেগ
ভাঙা কাঁচ জোড়া লাগে সময়ের টানে।
ভাঙা কাঁচ জোড়া লাগে সময়ের টানে।