Sunday 30 May 2010

পারাপার

পথের যেথায় শুরু, তুমি
ঠিক সেইখানে ছিলে দাঁড়িয়ে,
বলা হয় পথ চলতে যখনই
দিলে তুমি পা বাড়িয়ে
শুরুর পথে কাঁকর কেবল
রুক্ষ শুষ্ক জমি,
অনায়াস পায়ে পার হও মরু
পার হও তটভূমি
চলতে চলতে কখনো সে পথ
উষর, কখনো তাজা,
কখনো সে পথ সবুজ, কখনো
সে পথ দিয়েছে সাজা
কত শত কাঁটা বিঁধেছে যে পায়ে
হিসেব রাখেনি কেউ
কে বা রাখে খোঁজ কোন সে সাগরে
ওঠে দিনে কত ঢেউ
চলতে সে পথে এসেছে বন্ধু,
কখনো পথের সাথী,
কেউ বা দিয়েছে উজাড় করে,
কেউ চেয়েছে দুহাত পাতি
পথের বন্ধু পথেই থেমেছে,
কেউ বেঁকে গেছে পথে,
কারও বা জন্য বাহন এসেছে,
কেউ বা চড়েছে রথে
তবু তুমি ছিলে অবিচল,
তবু থামনি কখনো একা,
যাই এসে থাক বৃষ্টি বা ঝড়,
পেয়েছে তোমার দেখা
দেখেছে ঝন্ঝা, দেখেছে অবাক,
তুমি চলেছে অনির্বাণ
সবাই অন্ধ সবাই বেবাক
চলেছ হে মহাপ্রাণ
যে যখন যবে এসেছে কাছে,
করেছ তাদের দান-
হে মহাজীবন তাদের সবারে,
আবেগের অনুদান
স্রষ্টা যে তুমি সৃষ্টিরে তাই
অনায়াসে দাও প্রাণ,
তোমা দিয়ে ধোওয়া সে অববাহিকা
তোমাতেই করে স্নান
আজ তুমি ফের সে পথে দাঁড়িয়ে
যেইখানে পথ শুরু
অপার্থিব এ মায়ার বৃত্ত
এঁকে দিলে মহাগুরু
এইখানে এসে পার হয় সবে
পারানির কড়ি হাতে;
তোমার ঝুলি কড়িতে যে ভরা-
দুমুঠো প্রনাম দিলাম তাতে
লও এ প্রনাম হে মহাজীবন,
সাধ্য যে নাই আর,
এইখানে এসে পথ চলা শেষ-
বাকি শুধু পারাপার...

Friday 28 May 2010

ঝড় কমেছে কিছুদিন হলো

ঝড় কমেছে কিছুদিন হলো
বৃষ্টি এখন আর জোরালো নয়
টিপটিপ করে পড়েই চলেছে
একঘেয়ে তবু ভালোলাগা মনে হয় 

কাল রাতে হঠাৎ উড়ো ফোন
অবাধ্য ঠোঁট কি জানি কি বলে
চোট আঘাতে বিদ্ধ হওয়া মন
আবার বসন্তের দিকে চলে

ফুল ঝরে যায় সকালবেলা
আধোআলো লক্ষীপুজোর ভোর
কালো তাঁতে শিউলি হাতে সে
সুখী ছবি চুরি করে চোর

আজ যেন রামধনু আসে
শেষ হয় কালো রাত আজ
ধুনো গন্ধ ছড়াক বাতাসে
শেষ হোক তবে শোকসাজ

আসে যেন শান্তিপ্রহর
আসে যেন পৌ্ষের ঘ্রাণ
সুখী হয়ে ওঠে যেন শীত
সুখী হোক আগামী অঘ্রাণ

ঝড় থেমে যাক পুরোপুরি
টিপটিপ বৃষ্টিটা থাক
হাঁটুজলে ভাসবে না তরী
মন তবে মন খুঁজে পাক...

Thursday 27 May 2010

A Justified Acting

"Is the person well now?? Is situation is getting better?? What about our dos and don'ts??" So many questions instantly come to our mind when a few responsibilities try to get in shape around us........isn't it!! At first instance, we behave very gently, people around us should not understand what is going on within our mind, and the tricky mind tries to prove itself best among others with each and every pros and cons judged. We try to befriend the problem along with the person facing it. We try to prove we are doing the best, though it may vary in its response. Some even don't bother do that also, just verbal consciousness is more than enough for them. But those "helpful" creatures who think they are stretching the best helping hands feel huge satisfaction doing just a little. Actually we cannot assume what the situation is with the person facing the problem, what is with his/her family going through!! It's not possible also to bear the same pain. Though we express our distress like anything... and the most ridiculous period comes when the chapter runs for a longer time. Slowly we express our difficulties, our problems, our discomfort to cope up with the situation. We, who took oath in the beginning not to care any adverse situation, now could find a small needle withing a bale of hays. Whatever be the reason is, we now try to come out of the situation and blame the readily changing conditions, not ourselves. At this point of time, we don't even bother our attachments with the person, his/her family, our duty as a human being, but we just try to figure out the easiest escape. And if we succeed, allow a few drops of tear flow from our eyes blaming the impulsiveness of the ever changing circumstances and expressing our inability to do nothing despite of our "strong will". What a justified OSCAR winning acting it is........naa!!

Wednesday 26 May 2010

মুখুজ্যে মহিমা: ব্লগের নেশা, সর্বনাশা........

ব্লগের নেশা যখন একবার ধরেছে তখন তাকে সঙ্গোপনে রেখে অন্য কাজ করা খুবই কঠিন। পুনিত আমায় বললো বাংলায় কেন লিখছি না!! আমিও ভাবলাম ঠিক ই তো....... প্রযুক্তি এত উন্নত হয়েছে, বাংলা লেখা একেবারেই জলভাত হযে গেছে কম্পিউটার -এ. তাই ভাবলাম চেষ্টা করেই দেখা যাক না ব্যাপারটা ঠিক কি দাঁড়ায়। লিখতে লিখতে এখনো ঠিক বুঝতে যদিও পারছি না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তবু লিখে যাচ্ছি.... এ ব্যাপারে বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা মজার কথা বলেছিলেন। ওকে জিজ্ঞাসা করা হয়েছিলো আপনি যে "আদ্ভুতুড়ে" সিরিজটা লেখেন, তাতে এত জিনিস কিকরে আপনার মাথায় আসে, আগে থেকে এত কিছু ভেবে রাখেন?? উনি বলেছিলেন একদমই না, কলমটা হাতে নিএ লিখতে বসি...তারপর যা মাথায় আসে, লিখতে থাকি। শেষে গিয়ে ঠিক একটা কিছু গল্প দাঁড়িয়ে যায়। পদবীটা যখন এক, এবং শীর্ষেন্দুবাবু আমার এত প্রিয় লেখক যে পথানুসরন করতে বাধ্য হলাম. তবু ছাতা এখনো মাথায় আসছে না লিখবো কি!! ঘোড়ার ডিমই হোক বা আমার মুন্ডু কিছুই তো বেরোচ্ছে না হাত দিয়ে. তাহলে আরবিত কিছু একটা লিখবো?? এই আজকের ব্যাপারটাই ধরা যাক, অনেকদিন ধরেই ভাবতাম লিখলে হয়, আলুভাতে মার্কা জীবন তো!! এগিয়ে গিয়ে শুরু করাটা আর হয়ে ওঠে না. আজ পুনিত যখন আবার নিজের গপ্পো শোনাতে এলো, একটা এনথু চলে এলো...নাহ!!! আজ হয় এসপার, নয় ওসপার.......ঘন্টা!! লাভের লাভ হলোটা কি!! সারা দিন ব্লগ এর চক্করে পড়ে কাজকম্মো শিকেয় উঠলো. যদিও খুব একটা চাপ ছিল না (পড়ুনঃ থাকলেও দৃশ্যটা আলাদা হত না), তবু আজ অফিসের IT কি দেখলো?? একটি কম্পিউটার থেকে সমানে ব্লগ লেখা হে চলেছে, এবং অতি নিম্নমানের প্রযোজনা সব কটি. তবু ওই যে বললাম, জিনিসটা একটা নেশা, লেখা হয়েই চললো, হয়েই চললো. থামলো গিয়ে একেবারে সন্ধ্যা ছয় ঘটিকায়, যখন অফিস বাবুরা (এবং বিবিরা, এটা না বললে শভিনিস্ট বলবে) ব্যাগ গুছিয়ে বাড়ির পথে রওনা দিলেন. ছি ছি ছি.........কি লজ্জার কথা!! অফিস তোমায় এ জন্য পয়সা দেয় মুখুজ্যে? ফেরার পথে খানিক ভাবলাম...... তারপর নিজেকে বললাম...... আস্বাদন করেছ আজ খুব ভালো কথা, একদিন করলে ক্ষতি নেই. কিন্তু স্বাদ ভালো লাগলেই বিপদ, ব্যাপারটা নেশায় গিয়ে শেষ হবে. তাই সামাল বন্ধু. এখানেই ইতি টানো. এখনো কানখানা ধরে আছি, মাইরি বলছি, অফিস থেকে আর ব্লগিং!!! নৈব নৈব চ.

Duti Kobita

Snan

ami arekbar snane jete chai
anekkhon dhore gorom jole adorer snan
halka dhonyay mon jure thakbe
snanghore gaan gaibe keu
ar anekdur theke asa kono pothiker gaayer dhulor gondho dhuye jabe aste aste......


Duhsopno

uponyaser choritrora aj pothe nemechhe
karo hate lathi
karo hate sorki
keu ba bonduk enechhe
"anek sahityo korechho kobi"
hunkar diechhe jore
ar to tader bendhe rakha jabe na
khola akasher niche aj tara khap khola lokloke toloar
rager rokto cholke uthe kobir buk bhasie day
kobi bhabe..."eder to ami chini na!"
chena ki sombhob, kobi?
jader nie tumi kabyo koro
jader jibon sajie dao dukkhe sukhe nijer moto kore
khonj ki rakho bastobe tara kemon achhe?
jibon kabyo noy, uponyas noy kobi
bujhte sekho
bhalobaso...
ar ektu bhalobaso.

JODI TUMI BOLO

Amar mathar bhitor agun neche beray
Andhokare hamaguri die bhese ase megh
Bhorer akash beguni hoe othe
Khol nolche palte fela shohor abar haat pate
Damal dosyi kalboishakhi chhader karnishe much gunje kande
Hothat kurie pawa kholamkuchi dant ber kore hase
Ar ambagane ronger foara chhote
Jodi –
Jodi tumi bolo aj asbe na……………

Swapno....ekta kobita

Meyeti harie gechhe,
Charpasher math-ghash-akash aj tar ajana-
Achena manushjon.
Aj meyeti sundor,
Dudh sada poshake tar prithula goronta dheke gechhe,
Mukher upore elomelo chul take abinyosto korechhe-
Tobu aj se sundor.

Ajana ekta bagane aj bhoj bosechhe,
Lotapata-dalpalar phank die lobhoniyo khabarer sari,
Durbhikkher por e jano ek aparthibo choruibhati.

Keu meyetike bosh korechhe,
Meyeti aj nijeke mele diechhe udar udaseenotay,
Sari sari hat shwapoder moto tar dike chhute cholechhe,
Meyeti nirupay,
Tobu aj se sundor,
boro sundor.

Asthir godhulite ekta mayabi nilche jahaj jole bhese elo-
Pashe tar chiriyakhana,
Adimotay achhonno dikbhranto pothiker pa thomke jay,
Jahajta abar dube jachhe-

Kheloar mon aj porobarir uthone hank day,
Dorjay thes die bose,
Choukathe pa tule day,
Nirlojjer moto du’hat barie bole-“bhat khabo, bhat dao”.
Ar randhunir hat chiruni dhore bole-“danrao, age chul anchrai”.

Hingsrota aj anek nimnostore,
Chitabagh aj beraler gotro,
Gunri mere bose ekdrishte takie thake- toposwi jano,
Panchta sada lokkhipyancha aj shikar hoy.
Ga pure jay jore,
Polythine mora chita joler khonje tubewell khunje more.

Prithula meyeti aj nache,
Charpashe jome othe alo, beje othe tar,
Hiseb rakhe na keu,
Thonte rong makhe,
Bishri danter pati unchu hoe thake,
Ar tar pichhone marir gohine lukie thaka jhamar prachir jege thake,
Holud danter phanke atke thake mora machher chokh, abiram.
Tobu aj meyeti sundor,
Boro sundor.

Step By Step

It's Punit who inspired me a lot in many ways...I started tweeting inspired by him, rejuvenated a long idled Facebook account when he told me to do so....and now it's a blog I started writing. May be I will continue and won't loose interest in it which is my regular characteristics. So, it's my first blog ever....what should I write and what not!!! Whoa!!! Now that's a very typical expression I guess, but think a li'l, it's really difficult to do a thing for the very first time in your life. And moreover when you are writing something and expecting people will read it and enjoy it (read "love it"), then it's really really hard to conceive such an issue.....but why am I thinking so much?? When I took the decision to be in love with someone did I think so much!! No...naa!! I just did it because I liked to do so...... It's same again. I should not think over it whether you are liking it or not... I would write describing my current set of mind.... it's your responsibility to like it........ HA HA HA...... chalo.... leaving now.... and surely I will be back....... Thanx Punit for exposing me in front of a new media.......CIAO.........