তোমার সঙ্গে খেলব বলে
অনেক দিনের তর
তোমার সঙ্গে বাঁধা বেড়া
অনেক দিনের পুরনো এক নদীর গহীন চর।
ঢেউ ডুবেছে অনেক আগে
এখন ডুবছে মন
এখন ডুবছে এক পৃথিবী
এখন ডুবছে অনেক কালের রাজার গুপ্তধন।
জল দেখেছ ?
জলও ডোবে ডোবার ভালোলাগায়
আমার যেদিন মন ডুবেছে
সেদিন আমার ঠোঁট হেসেছে
সেদিন আমার প্রাণ নেচেছে তোমায় কাছে পাওয়ায়।
"ডুবুক" বলে চেঁচিয়ে উঠেই
হাত মেলেছে পাখা
উড়ে কোথাও হারিয়ে গেছে
চিঠি লুকিয়ে রাখা।
হারিয়ে যাওয়া মন ভাঙনের স্বপ্নগুলো বাদ -
আজকে তবু হারিয়ে পাওয়া "ডুবুক" জলের স্বাদ।
"ডুবুক", ওরা ডুবেই যাক- অতল জলের খোঁজ,
তোমায় আমায় হোক এক দেখা তোমায় আমায় রোজ।
অনেক দিনের তর
তোমার সঙ্গে বাঁধা বেড়া
অনেক দিনের পুরনো এক নদীর গহীন চর।
ঢেউ ডুবেছে অনেক আগে
এখন ডুবছে মন
এখন ডুবছে এক পৃথিবী
এখন ডুবছে অনেক কালের রাজার গুপ্তধন।
জল দেখেছ ?
জলও ডোবে ডোবার ভালোলাগায়
আমার যেদিন মন ডুবেছে
সেদিন আমার ঠোঁট হেসেছে
সেদিন আমার প্রাণ নেচেছে তোমায় কাছে পাওয়ায়।
"ডুবুক" বলে চেঁচিয়ে উঠেই
হাত মেলেছে পাখা
উড়ে কোথাও হারিয়ে গেছে
চিঠি লুকিয়ে রাখা।
হারিয়ে যাওয়া মন ভাঙনের স্বপ্নগুলো বাদ -
আজকে তবু হারিয়ে পাওয়া "ডুবুক" জলের স্বাদ।
"ডুবুক", ওরা ডুবেই যাক- অতল জলের খোঁজ,
তোমায় আমায় হোক এক দেখা তোমায় আমায় রোজ।