ব্লগের নেশা যখন একবার ধরেছে তখন তাকে সঙ্গোপনে রেখে অন্য কাজ করা খুবই কঠিন। পুনিত আমায় বললো বাংলায় কেন লিখছি না!! আমিও ভাবলাম ঠিক ই তো....... প্রযুক্তি এত উন্নত হয়েছে, বাংলা লেখা একেবারেই জলভাত হযে গেছে কম্পিউটার -এ. তাই ভাবলাম চেষ্টা করেই দেখা যাক না ব্যাপারটা ঠিক কি দাঁড়ায়। লিখতে লিখতে এখনো ঠিক বুঝতে যদিও পারছি না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তবু লিখে যাচ্ছি.... এ ব্যাপারে বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা মজার কথা বলেছিলেন। ওকে জিজ্ঞাসা করা হয়েছিলো আপনি যে "আদ্ভুতুড়ে" সিরিজটা লেখেন, তাতে এত জিনিস কিকরে আপনার মাথায় আসে, আগে থেকে এত কিছু ভেবে রাখেন?? উনি বলেছিলেন একদমই না, কলমটা হাতে নিএ লিখতে বসি...তারপর যা মাথায় আসে, লিখতে থাকি। শেষে গিয়ে ঠিক একটা কিছু গল্প দাঁড়িয়ে যায়। পদবীটা যখন এক, এবং শীর্ষেন্দুবাবু আমার এত প্রিয় লেখক যে পথানুসরন করতে বাধ্য হলাম. তবু ছাতা এখনো মাথায় আসছে না লিখবো কি!! ঘোড়ার ডিমই হোক বা আমার মুন্ডু কিছুই তো বেরোচ্ছে না হাত দিয়ে. তাহলে আরবিত কিছু একটা লিখবো?? এই আজকের ব্যাপারটাই ধরা যাক, অনেকদিন ধরেই ভাবতাম লিখলে হয়, আলুভাতে মার্কা জীবন তো!! এগিয়ে গিয়ে শুরু করাটা আর হয়ে ওঠে না. আজ পুনিত যখন আবার নিজের গপ্পো শোনাতে এলো, একটা এনথু চলে এলো...নাহ!!! আজ হয় এসপার, নয় ওসপার.......ঘন্টা!! লাভের লাভ হলোটা কি!! সারা দিন ব্লগ এর চক্করে পড়ে কাজকম্মো শিকেয় উঠলো. যদিও খুব একটা চাপ ছিল না (পড়ুনঃ থাকলেও দৃশ্যটা আলাদা হত না), তবু আজ অফিসের IT কি দেখলো?? একটি কম্পিউটার থেকে সমানে ব্লগ লেখা হে চলেছে, এবং অতি নিম্নমানের প্রযোজনা সব কটি. তবু ওই যে বললাম, জিনিসটা একটা নেশা, লেখা হয়েই চললো, হয়েই চললো. থামলো গিয়ে একেবারে সন্ধ্যা ছয় ঘটিকায়, যখন অফিস বাবুরা (এবং বিবিরা, এটা না বললে শভিনিস্ট বলবে) ব্যাগ গুছিয়ে বাড়ির পথে রওনা দিলেন. ছি ছি ছি.........কি লজ্জার কথা!! অফিস তোমায় এ জন্য পয়সা দেয় মুখুজ্যে? ফেরার পথে খানিক ভাবলাম...... তারপর নিজেকে বললাম...... আস্বাদন করেছ আজ খুব ভালো কথা, একদিন করলে ক্ষতি নেই. কিন্তু স্বাদ ভালো লাগলেই বিপদ, ব্যাপারটা নেশায় গিয়ে শেষ হবে. তাই সামাল বন্ধু. এখানেই ইতি টানো. এখনো কানখানা ধরে আছি, মাইরি বলছি, অফিস থেকে আর ব্লগিং!!! নৈব নৈব চ.
Hey Abhisek, valo hoyechhe ..... samay kore porbo. likhte thak.
ReplyDeleteha ha ha ha ha ha.....ei bolo tumi naki office-e kaj koro?????
ReplyDeleteHey Abhisek, valo hoyechhe ..... samay kore porbo. likhte thak.
ReplyDeleteit's really very very true...blog er nesha sottie-sottie shorbonasha...nijer byaktigato oviggyota theke ekhon bujhte parchhi seta !!!... but, I enjoy it :)....jodio nijer kajer bishal khoti hoe jachhe majhemodhyei er jonyo :(... ekisathe duti biporitmukhi protokriya hoy... ;)
ReplyDelete