Friday 28 May 2010

ঝড় কমেছে কিছুদিন হলো

ঝড় কমেছে কিছুদিন হলো
বৃষ্টি এখন আর জোরালো নয়
টিপটিপ করে পড়েই চলেছে
একঘেয়ে তবু ভালোলাগা মনে হয় 

কাল রাতে হঠাৎ উড়ো ফোন
অবাধ্য ঠোঁট কি জানি কি বলে
চোট আঘাতে বিদ্ধ হওয়া মন
আবার বসন্তের দিকে চলে

ফুল ঝরে যায় সকালবেলা
আধোআলো লক্ষীপুজোর ভোর
কালো তাঁতে শিউলি হাতে সে
সুখী ছবি চুরি করে চোর

আজ যেন রামধনু আসে
শেষ হয় কালো রাত আজ
ধুনো গন্ধ ছড়াক বাতাসে
শেষ হোক তবে শোকসাজ

আসে যেন শান্তিপ্রহর
আসে যেন পৌ্ষের ঘ্রাণ
সুখী হয়ে ওঠে যেন শীত
সুখী হোক আগামী অঘ্রাণ

ঝড় থেমে যাক পুরোপুরি
টিপটিপ বৃষ্টিটা থাক
হাঁটুজলে ভাসবে না তরী
মন তবে মন খুঁজে পাক...

2 comments: