Friday, 17 May 2013

ভোর


কোথাও দূরে যাচ্ছিলাম
অনেকটা দূর জায়গাটা
দেশ থেকে বিদেশে খানিক
অপেক্ষার পর আবার যেতে হবে।

অপেক্ষার সারি অতি দীর্ঘ,
ধীরে ধীরে কচ্ছপের মত চলে,
গায়ে হাত দেয় বিদেশী পুলিশ
সন্দেহে তাকায় মুখের পানে।

লুকিয়ে নিয়ে যাচ্ছিলাম স্মৃতি,
তাকেও আটকাবে সে?
বহুদূরে থাকে যে মানুষ,
কতটুকু বাকি তার থাকে?

সেটুকুও কেড়ে নিলে ফের
আরো দূরে যেতে হবে আজ
নিজেকে আবিষ্কার করি
প্রেয়সীর শহরের মাঝে।

হারিয়ে গিয়েছে বন্দর,
হারিয়েছে বিদেশী পুলিশ,
পুরোনো ধুলোয় এক বাড়ি
মাথা তুলে আছে মাঠের মাঝে।

নীচে তার সশস্ত্র প্রহরী
বাধা দেয় উপরে যেতে,
আমার সাথের সঙ্গীরা
ফিরতে চায় নিজেদের ঘরে।

বাতিল হয়েছে উড়ান
কাল ফেরা যাবে না শহরে,
এখনই ফিরতে হবে তাই
প্রেয়সীও জানলো না কেন।

ডাক দিই একবার তাকে,
যদি শুনে নেমে আসে সে,
আধোঘুমে হারায় সে ডাক
আমি যাই, যাই শুধু ফিরে।

তবু দূরে যেতে যেতে দেখি,
মই বেয়ে নামে তাড়াতাড়ি
পাগলিনী আলুথালু বেশে
খুঁজছে শুধুই আমায়।

3 comments:

  1. Superlike chara amar ar ki kichhu deoar achhe ?

    ReplyDelete
  2. besh bhalo...but correlate korte parchilam na thik, sudhui kalponik na kichuta bastob o jorito er sathe?

    ReplyDelete
  3. abhishekmukherjee23 May 2013 at 08:44

    Just ekta swapno go... ar kichhu na :)

    Abhishek Mukherjee
    Geologist
    Shale Gas Division
    RIL
    Navi Mumbai

    Sent from Samsung Galaxy Note 2

    ReplyDelete