Thursday 4 November 2021

কালী

শ্যামলা মেয়েটা হেঁটে যাচ্ছে,
ছিন্ন শরীর চারিদিকে,
আঁধার অস্থিরতার,
রক্তাভ রাত আজ ফিকে

পাগলিনী আলুথালু বেশে,
খসছে ছিন্ন বস্ত্র তার,
এলো চুলে সিঁদুরের রেখা
মিশেছে শ্মশান ঘর বার
দাউ দাউ আগুনের শিখা
জ্বালিয়ে দিয়েছে গ্রামগুলো
লেলিহান রক্তাভ আঁচে
ধিক ধিক কাটা আঙ্গুলও

পুড়িয়েছে যারা চারিদিক,
হত্যা করেছে জনে জনে,
তাদেরই মধ্যে একজন
লুকিয়ে ছিল কোনোখানে
পাগলিনী দেখতে পেয়েই
ছুটে গেল তার দিকে ধেয়ে
হাতে তুলে নিল হাঁসদা
আঁধার আকাশ-পটে মেয়ে

পাগলিনী উন্মাদনায়
হেসেই উঠছে খালি খালি
ঘর স্বামী সন্তান হারা
বিবস্ত্রা দেবী যেন কালী

©️ টিটান মুখুজ্যে