ঘুম ভেঙে দেখি আজ অঝোর আকাশ
পর্দা দুলছে মিঠে বাতাসের শ্বাস
বহুদূরে কারো ঘরে ভৈরবী সুর
আঁধারের বুক ছিঁড়ে বৃষ্টি নূপুর।
মুখ ভার তবু তাকে বড় ভাল লাগে
কালো মেয়ে ঝরে ঝরে তাই রাত জাগে
সকাল হয়েছে আজ তবু মেয়ে জয়ী
আলো ফোটা ভোর নয়, শ্যামা মোহময়ী।
ও বাড়ির ছাতে দুটো কাক ভিজে স্নান
তবু খোঁজে দুজনেই উত্তাপ-প্রাণ
অলস বারান্দায় এক-দুই-তিন
দিনলিপি হারিয়েছে আজকের দিন।
নিয়মের বাঁধা ছকে বাধা দিল কেউ
ভাবনার সাগরে নীড়ভাঙা ঢেউ
আজ কেউ ডাকবে না, নেই কোনো তাড়া
আমি ডাকব যাকে, সেই দেবে সাড়া।
এইভাবে একদিন ভোর হোক তবে
যেদিন আমার টানে বৃষ্টিটা হবে
আমার জীবন হবে আমার একার
আমার জীবন হবে আমায় দেখার।
সুখী হোক সেই দিন সুখী হোক ভোর
আমার জীবনকাঠি জীবনের ডোর
একা নীল পৃথিবীতে একা আমি এই
নিজের জগতে তাই দোকা কেউ নেই।