Thursday 25 May 2023

চাঁদের চিবুক ছুঁয়ে


চাঁদের চিবুক ছুঁয়ে

কবিতা আমার

পারতাম যদি কভু

শোনাতাম তায়

দোঁহে মিলে গান তবু

হত বেরঙিন

যদি না সে ফের ফিরে

দেখত আমায়।


কত কথা রয়ে গেল

কত কথা শেষ

কত বাতি নিভে নিভে

রেখে গেল রেশ

তবুও পিছন ফিরি

তবু খুঁজি তায়

বসে আছে জানি সে যে

চাইতে আমায়। 


যেতে যেতে পথে কোনো

কুয়াশা ফেলে

দিলে ডেকে পিছু মোরে

বাঁধবে বলে

সে ডাক যে ছিল কত

কুহকিনী হায়

ডাকল পিছন ফিরে

প্রেয়সী আমায়। 


যাওয়া যে হল না মোর

দূরদেশে তাই

বাঁধা পড়ে গেছি আমি

শুধু যে তোমায়।