Friday 27 October 2017

চতুর্থ বাঁকের পরের রাস্তাটা

এলোমেলো হাঁটছি এখন,
গড়িয়ে গড়িয়ে নুড়ির মত।
মত্ত পায়ে ঠোক্কর খাচ্ছি আর খুঁজছি
চতুর্থ বাঁকের পরের রাস্তাটা।
যখন হাঁটা শুরু করেছিলাম
সেই আধ ঘন্টা আগে বোধ হয়,
কিংবা ঘন্টা দুয়েক,
মনে করতে পারছি না এখন আর-
স্মৃতি তালগোল পাকিয়ে কাদার মত থকথকে হয়ে উঠছে।
যা বলছিলাম, যখন হাঁটা শুরু করেছিলাম
খুঁজছিলাম একটা ঠিকানা,
অথচ পাচ্ছিলাম না-
কেউ একজন এগিয়ে এসে বলেছিল,
চতুর্থ বাঁকের পরের রাস্তাটা নিতে হবে।
তারপর থেকে খুঁজে চলেছি,
কতগুলো বাঁক গেলে পরে চতুর্থ বাঁকটা পাব-
মনে পড়ছে না আর এখন।
নেশা কেটে যাচ্ছে বারবার,
তবু চার দেয়ালের মধ্যিখানে ঘুরছি,
একই জায়গায়
একই বৃত্তের ভিতর,
চতুর্থ বাঁকের পরের রাস্তাটা খুঁজে পাচ্ছিনা।
খুঁজে দেবেন আমায়?