মন পুড়েছে মনের ভিতর অন্ধ পথের দেশে
বন্ধ হাওয়ার দ্বন্দ্ব নিয়ে আনমনের আশ্লেষে
চোখ বুজেছি দেখতে চেয়েও দেখতে মানা বলে
কেমন হবে এ চোখদুটো খুলতে না আর হলে
কেমন হবে মন যদি আর বলতে না চায় কথা
কেমন হবে সে মৌনতার ছদ্ম মুখরতা
মন জ্বলেছে মনের ভিতর প্রাণের পোড়ার শেষে
ভুল করে আজ কূল ছেড়েছি ঘুম পাড়ানোর দেশে