Thursday 25 April 2019

অলীক

বেড়াতে গেছি অর্ধেক পৃথিবী দূরে

মাঠ ঘাট সব অন্যরকম

পাহাড়ে বসতি বানিয়েছিল কারা যেন

সব ছেড়ে গেছে একদিন


ঘুরতে ঘুরতে পুরোনো শহরের বুকে

খুঁজছিলাম হারিয়ে যাওয়া ঋণ

কারা যেন নতুন স্বপ্ন এঁকেছে তার গায়ে

শোধ দেব তার উপায় নেই


এরকমই হারিয়ে যেতে যেতে

হঠাৎ প্রাসাদ এল পথে

সিংহাসনের নিচে বেদী

ছেঁড়াখোঁড়া গালচে পাতা আছে


কেউ যেন ডাকছে আমার নাম

বাড়িয়ে দু হাত ছুটে আসছে

পালাতে পালাতে আমি ক্লান্ত

গলিঘুঁজি খুঁজে হাঁফ ছাড়ি


দেয়ালের সাপ আঁকাবাঁকা

গ্রাস করে ধীরে ধীরে আরো

তলিয়ে যাবার আগে আমি

ডাকি শুধু তোর নাম ধরে


টেনে তোল আমায় এবার

পারছি না ডুবে যেতে আর

স্বপ্ন সত্যি হলে এই

পার হব শেষ পারাবার


No comments:

Post a Comment