বৃষ্টি পড়ে ঝমর ঝম,
খিচুড়ি আর আলুর দম।
গাছের গায়ে সন্ধ্যে নামে,
দিনটা ফুরোয় সময় কম।
ইলিশভাজা আর খিচুড়ি
চড়িয়েছিলাম বার্নারে,
শেষ হয় কখন রান্নাখানা
হচ্ছে আঁধার, আর না রে-
ঐ যে যারা বাস্তুহারা
গাছের মাথায় যাদের বাস,
আসছে নেমে হাত বাড়িয়ে
দেখলে চোখে, নাভিশ্বাস!
নাকনাকানি বাক্যি কয়ে
আসছে কেমন তরতরি,
চমকে পিলে হাত পা তুলে
মুচ্ছো যাব রাখহরি!
থাক না বাবা গাছের মুড়োয়
কাজ কী তোদের মোর সাথে?
ইলিশ না হয় দুয়েক খানা
পাঠিয়ে দেব আজ রাতে!
চুন্নি আমার মানিক আমার
ইলিশ খেয়ো প্রাণভরে,
বেম্মদাদা তোমার জন্যে
পাঠাব ডাল অড়হরের।
মামদোবাবু মলছি যে কান
মুর্গি না হয় কাল নিলে-
তাই বলে আজ ঘ্যাঁক কোরো না
ফুর্তি রাখো ঐ দিলে।
আর যে বাকি রইলে দাদা,
কিম্বা দিদি ঐ গাছে,
দয়ায় তোমার এই বেচারা
প্রাণ নিয়ে ভাই রোজ বাঁচে।
©️সংরক্ষিত
No comments:
Post a Comment