Friday, 14 December 2018

স্মৃতিক্ষত

কত কথা থেকে যায়, বলা হয় না
কিছু নেই লুকোনোর, সব তুমি ঘিরে
তবু অভিমানে স্মৃতিক্ষত লুকোয় খোলামকুচি
তুমি ভাবো গোপন বুঝি
সন্দেহ গাঢ় করো নিষ্প্রয়োজনে
আমারও বেদনা বাজে অতীতের ছায়া
যেদিন লুকিয়েছিলে তুমি অকারণে
মনে মনে দামামার পরিনতি সব
দূরে যাওয়া মিছিমিছি দ্বন্দ্বের মাঝে
অর্থহীন বিবাদের নেই কোনো দাম
সে দাম শুধুই আছে তুমি আছো বলে

No comments:

Post a Comment