Sunday 2 January 2011

অসুখ

দিন কে বলি রাত্রি ভালো,
রাত কে দেখাই ভোর,
বাঁচতে গিয়ে আজ যে আমি,
সুখের ঘরে চোর


আলতো হাতে জল মেখে যেই,
বসতে গেছি পাশে,
বন্ধ ঘরের অন্ধকারে,
গা গুলিয়ে আসে

ঝাপসা মতো সকাল হল,
স্নিগ্ধতা আজ ক্লান্ত,
রাতের শ্রমে সুন্দরী সে
আজকে হল শ্রান্ত


না পেয়ে আজ অন্য কিছু
নিজের ঘরে হানা,
রিক্ত হাতে শূন্য হয়ে
পাল্টানো বিছানা.........

No comments:

Post a Comment