Thursday, 30 December 2010

উপলব্ধি

একঢাল কালোজল পিঠের উপর,
অন্ধকার ছিঁড়ে ফেলে নতুন সকাল,
কুন্দফুলের রেনু এঁকেছে শরীরে,
হেসেছে যখনি, দেখি শিখরদশন
তিরতির নদীমত বয়ে যায় ক্ষন,
অস্থির আয়নায় স্থবির জীবন,
হঠাত কুড়িয়ে পাওয়া খোলামকুচি,
রত্নরাজির চেয়ে দুর্লভ হয়






এই তো সেদিন যেন শেষ ভেবেছি,
চারিদিকে তামসিক যোদ্ধাদের নাচ,
দেখেছি, ভেবেছি আর নেই কিছু বাকি,
দীর্ঘজীবন আজ স্থানু হবে হায়
কিন্তু সে জীবনের ছাদের পাঁচিলে,
শুকতারা হয়ে আসে একলা কোকিল,
শ্রাবণ ভুলিয়েছিল স্বপ্ন দেখা,
আশ্বিন ফিরিয়ে দিল দুধ সাদা দিন

2 comments:

  1. Hey Titan! I don understand this script! But it looks beautiful...lol

    ReplyDelete
  2. সুন্দর লেখা।

    ReplyDelete