Tuesday, 30 November 2010

টুকরো কথা

হালকা হাসি,
ছোট কথা,
মিষ্টি সময়,
স্বর্গ যথা...
কাটছে যে দিন
নতুন রঙিন,
সেই রঙ্গেতে নতুন পথের বাঁকে,
নতুন যদি জীবন পেলে,
নাহয় একটু রাঙিয়ে নিলে,
একটু সময় ভীষণ কাজের ফাঁকে...


1 comment: