Saturday 20 November 2010

জন্ম

তোমার মনে একটা পাহাড় আছে,
অনেকটা আঘাত আর কিছুটা কল্পনা তার অভিভাবক
কল্পনা যেদিন নিজ প্রশ্রয়ে আপন জরায়ুতে তার বীজ বপন করলো,
আঘাত সেদিন মাথা ঘামায় নি...


তারপর ধীরে ধীরে সে বীজ এক চিলতে রোদ্দুরকে দেখবে বলে বাড়তে থাকে...
যখন অষ্টম মাসের গর্ভে সে বীজ লাথি মারলো,
তখন তোমার মনে হলো, "এ কে!
আগে তো কখনো দেখিনি"...


কিন্তু বন্ধু,
তখন যে বড় দেরী হয়ে গেছে,
সে বীজ আজ ভূমিষ্ঠ...
আদর করে তার নাম দাও -
দুঃখ বিলাস...

4 comments: