Monday 15 November 2010

ইচ্ছে যখন

হঠাত আজকে ইচ্ছে হলো
পাহাড় হব আমি
নদী হব, সাগর হব,
নাচতে গিয়ে পা হড়কাব
যেমন খুশি হাসতে পারি
হোক না যতই দামি-
মানব না আজ মনের বাধা
নিয়ম ভেঙ্গে গলা সাধা
ছন্দ ভুলে কাব্য যখন
চলতে পথে থামি-
আবার হঠাৎ থমকে গিয়েই
ইচ্ছে আমার ফানুস
রং বেরঙ্গের জ্যোত্স্না সোহাগ
রোদ্দুর ও আজ মিষ্টি হবে
বৃষ্টি ডাকে বন্যাকে আজ
কোমর জলে নামি
এসব কথাই সত্যি হবে
বেবাক হয়ে দেখবে সবাই
সাগর জলে বিন্দু হারাই
ডাকবে তুমি যবে...................

2 comments: