হঠাত আজকে ইচ্ছে হলো
পাহাড় হব আমি
নদী হব, সাগর হব,
নাচতে গিয়ে পা হড়কাব
যেমন খুশি হাসতে পারি
হোক না যতই দামি-
মানব না আজ মনের বাধা
নিয়ম ভেঙ্গে গলা সাধা
ছন্দ ভুলে কাব্য যখন
চলতে পথে থামি-
আবার হঠাৎ থমকে গিয়েই
ইচ্ছে আমার ফানুস
রং বেরঙ্গের জ্যোত্স্না সোহাগ
রোদ্দুর ও আজ মিষ্টি হবে
বৃষ্টি ডাকে বন্যাকে আজ
কোমর জলে নামি
এসব কথাই সত্যি হবে
বেবাক হয়ে দেখবে সবাই
সাগর জলে বিন্দু হারাই
ডাকবে তুমি যবে...................
FONT TA EKTU BORO KORE DE NA PLZ
ReplyDeletesundor.......
ReplyDelete