Sunday, 16 October 2016

পশু

মানুষ ভীষণ অন্ধ
নামেই আছে চোখ
দেখে শুধুই সেটা
যেটা দেখায় সাধের লোক

মানুষ ভীষণ ভুলো
যায় কেবলই ভুলে
কালকের অন্যায়ীকে আজ
নাচে মাথায় তুলে

মানুষ ভীষণ পলকা
জলের উপর ভাসে
স্রোতের মত যায়
আর স্রোতের মত আসে

মানুষ ভীষণ বোকা
হাওয়ার কথায় নাচে
নিজের বোধে মরে
আর লোকের ভয়ে বাঁচে

তারচে' আমি পশু
একটি কথার প্রাণী
অনেক মিথ্যে বন্ধু ভুলে
কোনটা সঠিক জানি