Wednesday 22 June 2011

ডাক

সাঁঝবাতিটার মন ভারী আজ,
জ্যোত্স্না এলো ঘরে,
দিন ছিল আজ তপ্ত কঠিন
রাত্রে বৃষ্টি ঝরে|
 
ওরনা ঘেরা জানলা বুঝি
হাঁসফাঁসিয়ে ওঠে,
মিষ্টি হাসির দুষ্টু আঙ্গুল
আলতো ছুঁলো ঠোঁটে|
 
ঝলমলিয়ে জল ঝরে যায়,
থামতে বোধ হয় মানা-
ছাদের দেয়াল অল্প আলোয়
দিছে মেলে ডানা|
 
দূরের দেশে ডাক চলে যায়
শীতের শেষে ফেরা-
আঁধার ভোরে গাছের পাতায়
শিশির দিয়ে ঘেরা|
 
                                                        
ডাকছে তোমায় ওই দেখো কেউ
ডাকছে তাড়াতাড়ি,
সাজিয়ে দেখো বসেই আছে
ভালবাসার বাড়ি...
                                    
 


2 comments:

  1. hothat kore khuje pelam,
    purono kichhu smriti.
    fire gelam doshok aage
    ei ki moner riti!

    vab jogote ghurte gie
    knadlo amar book
    Bondhu amar aajo je se e
    jene pelam sukh.

    ReplyDelete