সাঁঝবাতিটার মন ভারী আজ,
জ্যোত্স্না এলো ঘরে,
দিন ছিল আজ তপ্ত কঠিন
রাত্রে বৃষ্টি ঝরে|
হাঁসফাঁসিয়ে ওঠে,
মিষ্টি হাসির দুষ্টু আঙ্গুল
আলতো ছুঁলো ঠোঁটে|
ঝলমলিয়ে জল ঝরে যায়,
থামতে বোধ হয় মানা-
ছাদের দেয়াল অল্প আলোয়
দিছে মেলে ডানা|
দূরের দেশে ডাক চলে যায়
শীতের শেষে ফেরা-
আঁধার ভোরে গাছের পাতায়
শিশির দিয়ে ঘেরা|
ডাকছে তাড়াতাড়ি,
সাজিয়ে দেখো বসেই আছে
ভালবাসার বাড়ি...
nice re
ReplyDeletehothat kore khuje pelam,
ReplyDeletepurono kichhu smriti.
fire gelam doshok aage
ei ki moner riti!
vab jogote ghurte gie
knadlo amar book
Bondhu amar aajo je se e
jene pelam sukh.