স্মৃতি বড় অবহেলে
হাত ধুয়ে এ বিকেলে
টুপ্ করে ফোঁটা হয়ে যায়
আবছায়া জলাজমি
মনে পড়া মুঠোভূমি
হরবোলা ডাক ডাকে আয়
ঘরগুলো ডাক শেখে
কড়ি বরগার থেকে
সোঁদা নুনে দেওয়াল ভেজায়
সে মাটির হাতছানি
মন বলে তাও জানি
নেই তবু ফেরার উপায়
পার্বণে মাখামাখি
মনে হয় সব ফাঁকি
রঙ ধরে ছায়ায় ছায়ায়
তবু সেই জৌলুসে
মন থেকে রস শুষে
মন আবার হাওয়ায় হারায়
নেই বেশী কাল বাকি
ফেরার ঠিকানাটা কি
উড়ে যাবে শুকনো হাওয়ায়
হাতছনি তবু ডাকে
আমার এ আমিটাকে
বাঁধে এক অচেনা মায়ায়
No comments:
Post a Comment