শিরশিরে হাতে ঘুম ভাঙিয়েছে ভোর
আলো নেই আজকের সকালবেলায়
অসময়ে ধূসরের ছোঁয়া পাওয়া দিন
টেনে নিয়ে যায় মন ইচ্ছে খেলায়
ধুলো নিয়ে ছোট ছোট ঘূর্ণির দল
মনের গলির মাঝে ঘোরে ইতি উতি
একডাকে ছুটে আসা কুকুরের মত
ফোঁটা ফোঁটা শুরু হল, থাক বর্ষাতি
ত্রস্ত কাকের দল কা কা ডাকে ঝড়
দৌড়ে পালাতে গিয়ে পড়ে যাওয়া লোক
গুমোটের মেঘ কেটে ফুরফুরে হাওয়া
আজকের দিনটা খুব ভালো হোক
গাছের পাতায় আজ বান ডেকে আনে
মাতাল হাওয়ার সাথে ছেঁড়া এক ঘুড়ি
আজ তবে থাক সব পড়ে যে যেখানে
আজ তবে থাক সব, আজ ফিরি বাড়ি
No comments:
Post a Comment